প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা স্মল সেভিংস এজেণ্ট ইউনিয়নের মেদিনীপুর শহর শাখার উদ্যোগে সোম ও মঙ্গলবার কর্মবিরতি পালন করলেন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের এজেণ্টরা। সংগঠনের পক্ষে তপন দে ,বিশ্বপতি রায়চৌধুরী,পার্থ চন্দ্র,শ্যামাপদ দত্ত জানান,মেদিনীপুর শহর সহ গোটা জেলার বিভিন্ন ডাকঘরগুলিতে কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। এই লকডাউনের পরিস্থিতিতে ভয়ঙ্কর যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এজেণ্টদের ,সেটি হল এজেণ্টদের আর্থিক বিনিয়োগের চেক রশিদ এর অভাব। যার ফলে এজেণ্টরা দীর্ঘদিন ধরে কোনো কাজই করতে পারছেননা। জেলা ডাকঘরে এব্যাপারে অনেকবার জানানো সত্ত্বেও কোন সুরাহা হয়নি। ফলে এজেণ্টরা আর্থিক দুরবস্থার সম্মুখীন হচ্ছেন। অনেকেই অসুস্থ ও হতাশ । বিশ্বপতিবাবু,পার্থবাবুরা জানান,জেলার পশ্চিম মেদিনীপুর জেলা ডাকঘর ও মেদিনীপুর শহরের অন্যান্য ডাকঘর,খড়্গপুর ,গড়বেতা সহ বিভিন্ন প্রান্তের ডাকঘরগুলিতে এই দুদিন সম্পূর্ণভাবে কর্মবিরতি পালন করেন এজেণ্টরা। সারা জেলা ব্যাপী প্রায় সব এজেণ্টই এই আন্দোলনে সামিল হন।