বিদেশ

তাইওয়ান ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে ৭.৪, মৃত ১, আহত ৬০, জারি সুনামি সতর্কতা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। বুধবার সকালে তীব্র কম্পনে কেঁপে ওঠে পূর্ব তাইওয়ান। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জন। ওই কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপানে। মার্কিন ভূমিকম্প গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী হুলিয়ান শহর থেকেস প্রশান্ত মহাসাগরের ২৫ কিলোমিটার ভেতরে ওই কম্পনের উত্সস্থল ছিল। ভূমকম্পের পর আফটার শকের মাত্রাও ছিল রিখটার স্কেলের ৬ এর কাছাকাছি। এর জেরে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। আপাতত বন্ধ করা হয় মেট্রো রেল চলাচল। পর অবশ্য তা চালু কর দেওয়া হয়। গত ২৫ বছর এত তীব্র ভূমিকম্প হয়নি তাইওয়ানে। তাওয়ান দমকল বাহিনীর এক কর্তা বলেন, হুলিয়ান শহরের মোট ২৬টি বাড়ি হয় হেলে পড়েছে নয়তো ধসে গিয়েছে। আপটার শকগুলির মাত্রা ছিল রিখচার স্কেলের ৬.৫।