বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। বিক্ষোভ স্থানীয়দের। আজ, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ভাণ্ডারবেড়িয়া এলাকায় হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, জাতীয় সড়ক দিয়েই সাইকেলে চড়ে তমলুকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাচ্ছিল শান্তনু জানা নামের বছর ১৮-এর এক ছাত্র। তাঁর বাড়ি তমলুক থানার শিমুলিয়া গ্রামে। ভাণ্ডারবেড়িয়াতে হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কের উপর তাঁকে পিষে দেয় একটি বেপরোয়া লরি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। যার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কে অবরোধ শুরু করেন তারা। যার ফলে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গিয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ ওই জাতীয় সড়কের উপর হলদিয়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে। তারপরে শান্তনুকে পিষে দেয়। ওই পড়ুয়ার মৃত্যুর পাশাপাশি গুরুতর জখম হয়েছেন ইঞ্জিন ভ্যান চালক। তাঁকে তমলুক মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।
