দেশ

বিশাখাপত্তনমে ট্রেনের নিচে আটকে গেল ছাত্রী, রেল আধিকারিকদের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বিশাখাপত্তনমের রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে আটকে গেল এক ছাত্রী। ঘটনাটি চোখে পড়তেই তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন আধিকারিকরা। ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে বড় দুর্ঘটনা এড়াল রেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের দুভাদা রেলওয়ে স্টেশনে। জানা গিয়েছে, গুন্টুর-রায়ঘড়া প্যাসেঞ্জার ট্রেন থেকে নামছিলেন ওই ছাত্রী। ট্রেন থেকে নামার সময় পা পিছলে গিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যে পড়ে যান তিনি। ট্রেনটি অবিলম্বে থামিয়ে দেওয়া হয় এবং কর্মকর্তারা মেয়েটিকে উদ্ধার করেন। এরপর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।