জেলা

পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচিতে ‘মত্ত’ সিভিকের বাইক নিয়ে ধাক্কা ব্যারিকেডে, জোড়া এফআইআর দায়ের করল পুলিশ

পুলিশের জোড়া এফআইআরে সিঁথির মোড়ের সামনে অবরোধ উঠল প্রায় সাড়ে চার ঘণ্টা পর। ‘মত্ত’ সিভিকের বিরুদ্ধে ভোর প্রায় সাড়ে তিনটে থেকে সিঁথির মোড়ের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন আরবিইউয়ের পড়ুয়ারা। জানা গিয়েছে, শনিবার রাতে পড়ুয়ারা আরজি কর হাসপাতালের ঘটনায় এক প্রতিবাদ কর্মসূচি করছিলেন। সেই সময় দ্রুত গতিতে বাইক নিয়ে প্রতিবাদ কর্মসূচির মধ্যে ঢুকে পড়ে এক সিভিক ভলেন্টিয়ার। বাইক নিয়ে সোজা ধাক্কা মারে ব্যারিকেডে। পড়ুয়ারা ওই সিভিককে ঘিরে প্রতিবাদ করতে থাকেন। সেই সময় এক সার্জেন্ট এসে ওই সিভিককে ছাড়িয়ে নিয়ে যান। পড়ুয়াদের অভিযোগ, অপরাধ করা সত্ত্বেও ওই সিভিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তো নেওয়াই হয়নি। উল্টে তাঁকে ছাড়িয়ে নেয় ওই সার্জেন্ট। তারকেশ্বর পুরী নামে ওই সার্জেন্টকে ঘিরে প্রতিবাদ করতে থাকেন পড়ুয়ারা। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে বিটি রোড। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পুরোপুরি বন্ধ ছিল বাস চলাচল।