ফের ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী । অবিলম্বে ছাত্রাবাস খোলার দাবি জানিয়ে চলছে বিক্ষোভ ৷ তিন দফা দাবিতে বেড়া টপকে উপাচার্যের দফতরের সামনে ঢুকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলেছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী । কিন্তু ছাত্রাবাসগুলি এখন বন্ধ রয়েছে ৷ বিশ্বভারতীর একটা বড় অংশের পড়ুয়া বাইরে থেকে আসেন । তাঁরা ছাত্রাবাসে থেকে পঠন-পাঠন করেন । পড়ুয়াদের দাবি, অবিলম্বে ছাত্রাবাসগুলি খুলতে হবে ৷ এ ছাড়া এত দিন অনলাইনে পঠন-পাঠন হয়েছে ৷ তাই এ বছর অফলাইনে নয়, অনলাইনেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা ৷ পাঠভবন ও শিক্ষাসত্রের ক্লাস না হওয়ায় পড়ুয়াদের পাঠ্যক্রম শেষ হয়নি ৷ তাই তাঁদের পরীক্ষা পিছিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে ৷ এই তিন দফা দাবিতে বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে বেড়া টপকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দফতরের সামনে বসে বিক্ষোভ শুরু হয় ৷