বিদেশ থেকে রাজ্যে ফিরলেই থাকতে হবে কোয়ারানটিনে । কিন্তু রাজ্যে ক্রমাগত কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় খালি নেই কোয়ারানটিন সেন্টার । তাই রাজ্যে এলেই চলে যেতে হবে পেইড কোয়ারানটিনে । গতকাল এই পেইড কোয়ারানটিনে থাকতে চাননি কিরগিজ়স্তান ফেরত ১৫১ জন পড়ুয়া । পুলিশ বিমানবন্দরে আটকালে চলে বিস্তর ঝামেলা । হয় ধস্তাধস্তিও । মাঝরাতে প্রায় ৪ ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা । বিক্ষোভে সামিল হয় তাঁদের পরিবারের সদস্যরাও । পড়ুয়াদের একাংশ পুলিশের ব্যারিকেড টপকে পালাতে গেলে ফের পুলিশ আটকায় তাঁদের । পড়ে ধস্তাধস্তি করে কার্যত সরকারি নিয়ম না মেনেই যে যার বাড়ি ফিরে যান । এদিকে বিমানবন্দরের ভিরতেও চার ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান পডু়য়ারা । বাড়ি ফেরার দাবি জানালে পুলিশের সঙ্গে বচসা বাধে । পড়ে তাঁরা ব্যরিকেড টপকে পুলিশকে সরিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যান । সেখানেও ব্যারিকেড থাকায় ফের পুলিশ আটকায় তাঁদের । কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর ফের সেখান থেকে বেরিয়ে যান তাঁরা । বিমানবন্দর থানার এক আধিকারিক জানান, পড়ুয়াদের নামের তালিকা ও আধারকার্ড থেকে ঠিকানা বের করে একটি তালিকা করা হয়েছে । ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে ঠিকানা পাঠানো হবে ।