রাতে প্রকাশ্যে পুলিশ সাব ইন্সপেক্টরের উপর গুলি চালিয়ে তাঁকে খুন করল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায়। মৃত সাব ইন্সপেক্টর দীনেশ মিশ্র আরাভ পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। ওই থানার একজন কনস্টেবলকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গেছে, আরাভ থানার অন্তর্গত পাইগু রোড এলাকায় কর্তব্যরত থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা দীনেশ মিশ্র ও একজন কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সেখানে গিয়ে মৃত সাব ইন্সপেক্টর দেহ ও জখম কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে ওই এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে।