কলকাতা

কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য, গান স্যালুটে চিরবিদায় সুব্রত মুখোপাধ্যায়কে

কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে চিরবিদায় জানানো হল প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হচ্ছে তাঁর। ছিলেন অরূপ বিশ্বাস, অভিষেক ব্যানার্জি, মদন মিত্র, সুজিত বসু সহ একাধিক হেভিওয়েট নেতা।
দুপুর ৩টে নাগাদ যখন বালিগঞ্জে তাঁর বাড়িতে মরদেহ আনা হয়, তখনই প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছিল। সেখান থেকে প্রিয় ক্লাব একডালিয়া এভারগ্রিন হয়ে যখন কেওড়াতলার উদ্দেশে যাচ্ছিল শববাহী যানটি তখন রীতিমতো ঢল নেমে যায়। রাজ্যের শীর্ষস্তরের নেতা-মন্ত্রী, পরিবার পরিজন থেকে শুরু করে ভক্ত-অনুগামী নিয়ে অন্তিম যাত্রায় এগিয়ে চলেন সুব্রত মুখোপাধ্যায়। ক্যাওড়াতলায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। মাল্যদান করার পর সুব্রতর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম জানালেন তিনি। মাথায়, বুকে হাত বুলিয়ে আদর করে দিলেন তাঁর বোন। কেওড়াতলা শ্মশানে শেষশ্রদ্ধা। গান স্যালুট পর শেষকৃত্য সুব্রত মুখোপাধ্যায়ের।