এসইউসিআই নেতৃত্ব জানিয়েছে, আগামীকাল ১৬ অগস্ট সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা জনসাধারণের কাছে অনুরোধ করছি রাজ্য়ের সমস্ত জনসাধারণ ১২ ঘণ্টা সাধারণ ধর্মঘট পালন করুন। সমস্ত ক্লাব সহ যত রকমের সংগঠন রয়েছে সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে। আরজিকরে মাঝরাতে যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল তারই প্রতিবাদে এই ১২ ঘণ্টার বনধের ডাক। অন্যদিকে শুভেন্দু অধিকারীও এই বনধকে সমর্থনের ডাক দিয়েছেন। তবে নবান্ন জানিয়েছে, কাল অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে। ১৫ অগস্ট কালো ব্যাজ পরে ধিক্কার জানানো হয়েছে। সেই সঙ্গেই ১৬ অগস্ট ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে এসইউসিআইয়ের পক্ষ থেকে। এদিকে এসইউসিআই বাংলা বনধের ডাক দিলেও নবান্ন থেকে কড়া নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে এসইউসির ডাকা ১২ ঘণ্টার বনধ ও বিজেপির ২ ঘণ্টার কর্মবিরতির আবেদন মোকাবিলা করা হবে। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার জনজীবন স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের কোনও প্রভাব পড়বে না।