এসইউসিআই আইন অমান্য মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এসএন ব্যানার্জি রোড। দফায় দফায় লাঠিচার্জ ও পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে চলে ধস্তাধস্তি। পুলিশের লাঠির ঘায়ে আহত হন বেশ কয়েকজন কর্মীরা ৷ ২৫-৩০ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল এবং প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, রাজ্য কমিটির সদস্য অশোক দাস, নারায়ণ অধিকারী, জৈমিনি বর্মন, সুজিত ঘোষ-সহ মোট ৭৯ জন গ্রেফতার হন ৷ যাঁদের মধ্যে রয়েছেন ২৮ জন মহিলাকর্মী । রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশী আক্রমণের তীব্র নিন্দা করেছেন ৷ এর প্রতিবাদে আগামী 1-7 জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ সপ্তাহ পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।