জেলা

গরু পাচারের হাত থেকে বিএসএফকে বাঁচাতে মোটা টাকা নিত ধৃত সুদীপ্ত রায় চৌধুরী

গরু পাচারকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য হাতে উঠে আসল তদন্তকারী সংস্থার হাতে। রোজভ্যালি কাণ্ডে গত রবিবার ইডি’র হাতে গ্রেফতার হন সুদীপ্ত রায় চৌধুরী। আর তাঁকে জিজ্ঞাসাবাদের পরই গরু পাচার নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় আর্থিক তছরুপের সংস্থা জানিয়েছে, মূলত গরু পাচার কাণ্ডে লিঙ্কম্যান ছিলেন এই ব্যবসায়ী। জানা গিয়েছে, গরু পাচার নিয়ে ইডি’র অফিসারদের সঙ্গে বিএসএফ-এর রফা করে দেওয়ার জন্য মোটা টাকাও নিয়েছেন তিনি। গরুপাচারে বিএসএফ-এর নাম জড়ানোয় চাপে রয়েছে সীমান্তের রক্ষাবাহিনী। এই ঘটনায় সুদীপ্ত ছাড়াও ইডি’র আধিকারিকদের নজরে রয়েছেন আরও ২ জন বিএসএফ কর্তা ও ২ জন IRS অফিসার। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হলেও জিজ্ঞাসাবাদের পর গরু পাচারে নাম জড়ায় সুদীপ্ত’র। তদন্তকারী সংস্থা খতিয়ে দেখছে, এর সঙ্গে গরু পাচারকারী এনামুল ও কিংপিন বিনয় মিশ্র’এর যোগাযোগ রয়েছে কিনা। ইতিমধ্যেই ধৃত সুদীপ্ত’র বাড়ি থেকে বিভিন্ন তথ্য জাল ও সুপার ইমপোজ করার তথ্য পাওয়া গিয়েছে। আর যে বা যারা এই পাচার কাণ্ডে নেপথ্যে রয়েছে তারাই এই ধরনের জাল নথি দিয়ে ভবিষ্যতে তোলাবাজিও চালাতে পারে বলে মনে করছে ইডি। তাই সবার খোঁজ চালাচ্ছে ইডি। গরু পাচার নিয়ে এমনিতেই জটিল সমস্যায় রয়েছে ইডি। কারণ এই পাচারের মূল মাথা বেপাত্তা। ভানুয়াতুয়া ছেড়ে ভারতে আসার নাম নেই। তার উপর গরু পাচার নিয়ে একাধিক দিক খুলছে যা ভাবাচ্ছে তদন্তকারী সংস্থাদের। রোজভ্যালি কাণ্ডে রবিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। এই ব্যবসায়ীর বিরুদ্ধে বিপুল পরিমাণ বেনামি সম্পত্তির অভিযোগ ছিল, আর সেই ঘটনার ভিত্তিতেই সুদীপ্তকে গ্রেফতার করে ইডি।