প্রেসিডেন্সি জেলে সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। রবিবার সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ সেরে বিকেল সাড়ে ৩টে নাগাদ জেল থেকে বেরিয়ে আসেন তদন্তকারীরা। সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল উধাও, প্রকল্পের নামে টাকা নয়ছয়, সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেওয়া সহ একাধিক বিষয়ে মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কাঁথি থানার পুলিশের একটি দল। তদন্তকারীদের ওই দলে ছিলেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। সঙ্গে ছিলেন আরও চার আধিকারিক। ৫ জনের ওই দল রবিবার পৌনে ১২টা নাগাদ প্রেসিডেন্সি জেলে আসেন। এই জেলে সুদীপ্ত সেন যে সেলে রয়েছেন, সেখানে গিয়ে তাঁকে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে এবং কীভাবে পুরসভা থেকে ফাইল উধাও হল, কোন কোন খাতে কত টাকা নেওয়া হয়েছিল, তিনি কাকে টাকা দিয়েছিলেন সেই সব বিষয়ে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ সেরে জেলের বাইরে বেরিয়ে কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সুদীপ্ত সেন তদন্তে সহযোগিতা করেছেন। সেসময় কাঁথি এলাকায় প্রকল্পের নামে টাকা গরমিল হয়েছে, সে বিষয়টা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তবে এখনও অনেক কিছু জানা বাকি। তদন্ত যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছে। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ হবে বলে আমরা আশা করছি।’