সাতসকালেই মেট্রোয় মরণঝাঁপ। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এক ব্যক্তি মেট্রোর লাইনে ঝাঁপ দেন। তার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো চলাচল। কিছুক্ষণের মধ্যেই দেহটি উদ্ধার করে মেট্রো রেলকর্তৃপক্ষ। ব্যাহত হয় মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ দূর থেকে মেট্রো আসতে দেখে ডাউন (কবি সুভাষগামী) লাইনে এক ব্যক্তি আচমকাই মেট্রোর লাইনে ঝাঁপ দেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়েছে। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর বলেই মনে করা হচ্ছে। তদন্তের পরই বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে রেল। এদিকে, মেট্রোর লাইনে ঝাঁপ আত্মহত্যার পরই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ডাউন লাইনে ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছিলেন। বড় বিপত্তি এড়াতেই সঙ্গে সঙ্গে লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে গোটা মেট্রো চলাচলই স্থগিত হয়ে যায়। সকাল সাড়ে আটটা নাগাদ দেহ উদ্ধারের পর ফের ধীরে ধীরে পরে সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে পরিষেবা স্বাভাবিক হয়।