বিদেশ

ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১ পুলিশকর্মী, জখম বহু

আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ। শুক্রবার একটি বাজারের কাছে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নিহত হন এক পুলিশকর্মী। জখম হয়েছেন বেশ কয়েকজন। এদিন ইসলামাবাদে আই-১০ এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়িকে আটকান ওই পুলিশ কর্মী। এরপর গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির ভেতরে ঢোকেন। সেইসময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। জানা গিয়েছে, ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।