হাতের তালুতে সুইসাইড নোট ! এমনটাই ঘটেছে খোদ কলকাতায়। “আমার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী”, হাতের তালুতে সুইসাইড নোট লিখে টালিগঞ্জে আত্মঘাতী গৃহবধূর।ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ রোডে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ সব রকম সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রে খবর, গত বুধবার সন্ধ্যায় ৭.৫০ নাগাদ গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন পূজা চন্দ নামে ওই গৃহবধূ। ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মৃতদেহ পরীক্ষা করে দেখার সময় তাঁরা দেখেন, মৃত বধূর হাতের তালুতে কিছু লেখা রয়েছে। “আমার মৃত্যুর জন্য আমার শাশুড়ি মা দায়ী, ইতি পূজা”। এরপরই তার স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-বি এবং ৩৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে টালিগঞ্জ থানার পুলিশ।


