কলকাতা

আগামী মাসে ব্রিগেডের সমাবেশে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে দিল্লি গেলেন সুকান্ত মজুমদার

আগামী মাসে কলকাতায় গীতাপাঠের আসর বসছে। আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি পরিষদের এই বিশেষ অনুষ্ঠানে থাকুন প্রধানমন্ত্রী। এমনটাই চাইছে রাজ্য বিজেপি। তাঁকে আমন্ত্রণ জানাতে শুক্রবার সকালে দিল্লি উড়ে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানান, ”সনাতন ধর্মের মঠ মন্দিরের তরফ থেকে একটি সংস্থা গঠন করা হয়েছে, তাদের প্রতিনিধিদের নিয়ে আমি আজ যাচ্ছি। আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন এক লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠ হবে। তার মাঝে প্রধানমন্ত্রী যাতে উপস্থিত থাকেন, সেই উদ্দেশে দিল্লি যাচ্ছি।” আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ ধর্মীয় সংগঠন সনাতন সংস্কৃতি পরিষদ সূত্রে খবর, ওইদিন অন্তত এক লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠের কর্মসূচি নেওয়া হয়েছে। ব্রিগেডে হবে এই গীতাপাঠের আসর। এই আসরে দ্বারকার শংকরাচার্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে মঞ্চে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও। ডাক পাচ্ছেন নওশাদ সিদ্দিকি, বিকাশ ভট্টাচার্য-সহ রাজ্যের সব সাংসদ ও বিধায়করাও। কলকাতার সেই অনুষ্ঠানে থাকুন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)। রাজ্য বিজেপির তরফে সেই আমন্ত্রণ জানাতে শুক্রবার দিল্লি গেলেন সুকান্ত মজুমদার। তিনি জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতি একান্ত কাম্য। তাঁকে অনুরোধ করা হবে যাতে ২৪ ডিসেম্বর মোদি কলকাতার এই অনুষ্ঠানে থাকেন। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, ২০২৪-এর লোকসভা নির্বাচনের  আগে হিন্দুত্বে শান দিতে রাম মন্দির উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। তারও আগে বঙ্গে গীতাপাঠের আসর। এই আয়োজনই এ রাজ্যে গেরুয়া শিবিরকে হিন্দুত্ব আবেগে অক্সিজেন জোগাতে পারে।