ইডি হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল। তাঁকে আজ দিল্লিতে তলব করা হয়েছিল। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন এদিন। হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন আরও। বৃহস্পতিবার প্রথমবারের জন্য তাঁকে তলব করেছিল ইডি। বিপুল পরিমাণ সম্পত্তির উৎসের সন্ধান জানতেই তাঁকে জেরা করা হবে। উল্লেখ্য, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড এবং নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড দু’ই সংস্থার ডিরেক্টর পদে নাম রয়েছে সুকন্যার। সিবিআই চার্জশিটেও উল্লেখ রয়েছে এই দু’ই সংস্থার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সুকন্যার নামে।