দেশ

গতকালের পর ফের আজও দিল্লিতে ইডি দফতরে হাজিরা সুকন্যার মন্ডলের

দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। বুধবারের পর বৃহস্পতিবারও ইডি’র সদর দফতরে হাজিরা দিলেন তিনি। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছন কেষ্ট-কন্যা। জানা গিয়েছে, বুধবার সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদে সদুত্তর মেলেনি। মূলত অনুব্রত মণ্ডলের কন্যার বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কী তা জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সুকন্যা মণ্ডলের তরফে যথাযথভাবে জানানো হয়নি বলে দাবি ইডির। আর সেই কারণে আবার তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ সুকন্যা দিল্লিতে ইডির সদর দফতরে পৌঁছন। তাঁর হাতে ছিল বেশকিছু নথিপত্রের ফাইল। সূত্রের খবর, এদিন জিজ্ঞাসাবাদের গোটা পর্বটি ভিডিও রেকর্ড করা হবে। সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে এদিন অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। অন্যদিকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারিকেও ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে।