কলকাতা

রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ আরজি কর-কাণ্ডে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে তদন্তের দাবিতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই সুখেন্দুশেখরকে নোটিশ পাঠিয়ে লালবাজারে তলব করে কলকাতা পুলিশ ৷ কিন্তু, পুলিশের সেই নোটিশ তিনি উপেক্ষা করেন ৷ তারপর আজ সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ৷ তৃণমূল সাংসদ আবেদনে উল্লেখ করেছেন, তাঁকে যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে ৷ পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ করেছেন সুখেন্দুশেখর ৷ তাঁকে যাতে গ্রেফতার করা না-হয়, সেই আবেদনও করেছেন তিনি ৷ তবে, পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সাংসদ ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার আবেদন করা হয় ৷ বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ আগামিকাল এই মামলার শুনানি হবে ৷ প্রসঙ্গত, তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়কে গতকাল দুই দফায় তলব করেছিল লালবাজার। তবে তিনি যাননি।