হিমাচল প্রদেশের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস বিধায়ক সুখবিন্দর সিং সুখু। এই প্রথম হিমাচল প্রদেশে উপমুখ্যমন্ত্রী হলেন। সুখবিন্দর সিং সুখুর উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মুকেশ অগ্নিহোত্রী। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে বার্তা দিয়েছেন তিনি।