বিজ্ঞান-প্রযুক্তি

সুনীতাদের ফেরাতে মহাকাশে পাড়ি স্পেসএক্স ক্রু-১০

প্রায় ৯মাসেরও কাছাকাছি আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর ৷ তাঁদেরকে আনতে মহাকাশে পাড়ি ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযানের । ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোর 4.33 মিনিটে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ সফল হয় । শনিবার গভীররাতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবে মহাকাশযানটি ৷ মহাকাশযানে রয়েছেন নাসার দুই মহাকাশচারী, জাপানের এক মহাকাশচারী ও রাশিয়ার এক মহাকাশচারী ৷ বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসের প্রয়োজনীয় জিনিসপত্র স্পেসএক্সের এই মহাকাশযানের মাধ্যমে মহাকাশে পৌঁছে দিচ্ছেন মহাকাশচীরীদের এই দল ৷ ক্রু-10 মিশনে থাকা মহাকাশচারীদের বাকি থাকা গবেষণার কাজ হস্তান্তর করবেন সুনীতারা ৷ ৃএরপর আগামী সপ্তাহের পৃথীবিতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর ও তাঁর অন্যান্য সঙ্গীরা ৷ আবহাওয়া অনুকূল থাকলে ফ্লোরিডা উপকূলে ফিরবে তাদের মহাকাশ যান ৷ এদিন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনার পর, মহাকাশযানের অন্যতম সদস্য অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ প্রাক্তন বিমান সংস্থার পাইলট । তারা পরবর্তী ছয় মাস মহাকাশ স্টেশনে থাকবেন বাকি কাজ করার জন্য ৷ এদিন মহাকাশে পাড়ি দেওয়ার পর অ্যান ম্যাকক্লেইন বলেন, “মহাকাশযাত্রা কঠিন, কিন্তু মানুষ আরও শক্তিশালী,” ৷ এখন অপেক্ষা কবে ঘরে ফেরেন সুনীতারা ৷