দেশ

এবার আসছে সুপার সাইক্লোন সিত্রাং

কালীপুজোর সময় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সুপার সাইক্লোন। সাইক্লোনের নাম সিত্রাং(Sitrang) দেওয়া হয়েছে। এর গতিবেগ ঘণ্টায় ১৫০ – ২০০ কিলোমিটার হতে পারে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ২টি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ সুপার সাইক্লোনে পরিণত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। আগামী ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে  ১৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে জানিয়েছে হাওয়া অফিস। ক্রমশ শক্তি বাড়িয়ে তা উপকূলের দিকে এগোবে। অনেকের আশঙ্কা সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ঘূর্ণিঝড় সিত্রাং ২৪ বা ২৫ অক্টোবর ভূভাগে প্রবেশ করবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের মধ্যে পূর্ব উপকূলের যে কোনও জায়গায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।