দেশ

জাতিগত জনগণনার উপর পাটনা হাইকোর্টের স্থগিতাদেশেই সুপ্রিম শিলমোহর

কেন্দ্রের আপত্তি উড়িয়ে জাতপাতের ভিত্তিতে জনগণনা শুরু করেছিল নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকার। এরপরই এই জনগণনা বন্ধ করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয় পাটনা হাইকোর্টে। গত ৪ মে শুনানির পর বিহারের জাতিগত জনগণনার উপর স্থগিতাদেশ জারি করে পাটনা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে। এরপরই এই স্থগিতাদেশ তোলার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিহার সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে শুনানির পর পাটনা হাইকোর্টের নির্দেশকেই মান্যতা দিল ভারতের সর্বোচ্চ আদালত। পাটনা হাইকোর্টের জাতিগত জনগণনার উপর দেওয়া স্থগিতাদেশই বজায় রাখল। আগামী ৩ জুলাই পাটনা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আছে। ওই দিন পাটনা হাইকোর্ট যদি এই বিষয়ে শুনানি না করে তাহলে ১৪ জুলাই সুপ্রিম কোর্ট মামলাটি শুনবে বলে জানিয়েছে। আজ সুপ্রিম কোর্টে বিহার সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান দাবি করেন, এটি কোনও জনগণনা নয় শুধুমাত্র সমীক্ষা। আর এই অবস্থায় এর উপর স্থগিতাদেশ জারি করা হল প্রচুর আর্থিক ক্ষতি হবে। তাই পাটনা হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ যেন তুলে নেওয়া হয়। কিন্তু, তাতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।