দেশ

মানহানি মামলায় স্বস্তি পেলেন রাহুল, স্থগিতাদেশ জারি সুপ্রিমকোর্টের

সুপ্রিমকোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ঝাড়খণ্ড আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মানহানি মামলার শুনানিতে আজ, সোমবার স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই মামলায় স্থগিতাদেশ দেয়। পাশাপাশি ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারী নবীন ঝা-কেও নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের জবাব দিতে হবে। জানা যাচ্ছে, ৬ সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে চাইবাসায় এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন রাহুল গান্ধী। সেই সময় রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘খুনি’ বলে মন্তব্য করেন। যা অবমাননাকর এমন অভিযোগ তুলে ঝাড়খণ্ডের নিম্ন আদালতে মামলা করেন বিজেপি কর্মী নবীন। তা বাতিলের আবেদন জানায় কংগ্রেসও। তবে সেই আর্জি নাকচ করে রাহুলকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। এরপরই ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল। হাইকোর্টেও তাঁর আবেদন খারিজ হয়। শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন লোকসভার বিরোধী দলনেতা। এরপর আজ, সোমবার সুপ্রিম কোর্টে ছিল সেই মামলারই শুনানি।