পেগাসাস কাণ্ডের তদন্তে মোট ছয় সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। আদালতের তৈরি এই কমিটি পেগাসাসের সাতটি দিক খতিয়ে দেখবে। কেন্দ্রের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট। কমিটি গঠনের পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের তরফে কমিটি করার আর্জি পুরোপুরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি হবে আরও আট সপ্তাহ পরে।আদালতের নির্দেশ অনুযায়ী এই ছয়জনের মধ্যে ৩ সদস্যের সিট এবং ৩ সদস্যের টেকনিক্যাল কমিটি থাকছে। সিটের শীর্ষে থাকছেন প্রাক্তন বিচারপতি। ৩ সদস্যের টেকনিক্যাল কমিটিতে থাকছেন ডক্টর নবীন কুমার চৌধুরী। নবীন কুমার চৌধুরী সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ। থাকছেন ডক্টর প্রভাকরণ পি। তিনি অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের (কেরল) অধ্যাপক। থাকছেন ডক্টর অশ্বিন অনিল গোমস্তি। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মুম্বাইয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। আদালত সূত্রে খবর এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রন। সাইবার সুরক্ষা ফরেনসিক বিশেষজ্ঞ প্রযুক্তি বিশেষজ্ঞরা থাকবেন এই বিশেষজ্ঞদের কমিটি। সিটে প্রাক্তন বিচারপতি ছাড়াও থাকছেন, থাকছেন অলোক গোস্বামী (প্রাক্তন আইপিএস অফিসার) ও ডক্টর সন্দীপ ওবেরয়। প্রধান বিচারপতি এনভি রামন এ দিন সিট গঠনের রায় ঘোষণার সময় স্পষ্টভাবে জানিয়ে দেন আদালতে চার্জশিট গঠন করা হবে। এই মামলা কেন্দ্রীয় সরকারের কোনও স্পষ্ট অবস্থান এখনও জানা যায়নি। আদালত মনে করছে ব্যক্তিগত পরিসরে আঁড়িপাতার তদন্ত হওয়া উচিত জানান প্রধান বিচারপতি। কেন্দ্রীয় সরকারের অস্পষ্ট অবস্থানের কারণেই এই কমিটি গঠন, বলছেন প্রধান বিচারপতি। আদালত সূত্রে খবর, এদিন পর্যবেক্ষণ পেশ করার সময় প্রায় প্রতিটি ছত্রে ছত্রে কেন্দ্রের সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি জানান, সাংবিধানিক রক্ষাকবজের কথা বলে কখনই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। সংবাদমাধ্যমের স্বাধীনতাও খর্ব করা যায় না। তেমনটা হলে, তা গণতন্ত্রের ক্ষেত্রে খারাপ নজির তৈরি করবে। আদালত আরও জানায়, পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তার যে অজুহাত কেন্দ্র দিচ্ছে, তা শীর্ষ আদালত সমর্থন করে না।