দেশ

বায়ুদূষণ রুখতে অবিলম্বে পঞ্জাবে ন্যাড়াপোড়া বা ফসলের খড়কুটো পোড়ানো বন্ধ করার নির্দেশ সুপ্রিমকোর্টের

 শীত পড়া শুরু করতেই ফের একবার দিল্লি-এনসিআরে চরম পর্যায়ে পৌঁছেছে বায়ুদূষণের মাত্রা। রাজধানীর এই ভয়ঙ্কর বিষাক্ত বাতাস নিয়ে এবার কড়া ভাষায় ভর্ৎসনা করল শীর্ষ আদালত। মঙ্গলবার বায়ুদূষণ নিয়ে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, “সাধারণ মানুষের স্বাস্থ্যের খুন করা হচ্ছে”। ২০২১ সালে গ্রিন আতশবাজি নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাও শুধুমাত্র দিল্লি-এনসিআরের জন্য নয়, বরং গোটা দেশের জন্য, তা মনে করিয়ে দিল শীর্ষ আদালত। বায়ুদূষণ রুখতে পঞ্জাবকে অবিলম্বে ন্যাড়াপোড়া বা ফসলের খড়কুটো পোড়ানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক রাসায়নিক, যা থেকে বায়ু ও শব্দ দূষণ ছড়ায়, তার উপরে যে নিষেধাজ্ঞা  রয়েছে, তা রাজস্থান সরকারকেও অনুসরণ করতে হবে কি না, এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যার দাবিতেই পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চের তরফে সাফ জানানো হয়, আতশবাজি নিয়ে নতুন করে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট ২০২১ সালে সবুজ আতশবাজি বা গ্রিন ফায়ারক্রাকার ব্যবহার নিয়ে যে নির্দেশ দিয়েছিল, তা শুধুমাত্র দিল্লির জন্যই নয়, গোটা দেশেই প্রযোজ্য। রাজস্থান সরকারের সেই নির্দেশই অনুসরণ করা উচিত।