দেশ

সুপ্রিমকোর্ট পিছিয়ে গেল মহুয়া মৈত্রের আবেদনের শুনানি

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়া মৈত্রের আবেদনের শুনানি৷ আগামী ৩ জানুয়ারি মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট৷ সংসদ থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র৷ বিচারপতিরা জানিয়েছেন, মামলা সংক্রান্ত ফাইল পড়ে দেখার জন্য সময় চাই তাঁদের৷ মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সমস্ত নিয়ম ভেঙে তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে সংসদের এথিক্স কমিটি৷ গত ৮ ডিসেম্বর সংসদে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ে৷ সেই রিপোর্টের ভিত্তিতেই ধ্বনি ভোটে ভোটাভুটির পর মহুয়া মৈত্রকে বহিষ্কারের সিদ্ধান্তে পাস হয়ে যায়৷ যদিও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিরোধী পক্ষের সাংসদরা৷ মহুয়া এবং তাঁর পক্ষে সওয়াল করা বিরোধী পক্ষের সাংসদদের অভিযোগ ছিল, এথিক্স কমিটি শুধুমাত্র কোনও সাংসদ অভিযুক্ত কি অভিযুক্ত নন, সেই সিদ্ধান্ত নিতে পারে৷ কিন্তু সাংসদকে বহিষ্কারের সুপারিশ করতে পারে না তারা৷