দেশ

বাতিল হবে না NEET-UG, নতুন পরীক্ষাতেও ‘না’ সুপ্রিমকোর্টের

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষা বাতিল হবে না সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার ২০২৪ সালের নিট-ইউজি পরীক্ষা নিয়ে একগুচ্ছ মামলার শুনানি ছিল ৷ এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ নিট-ইউজি বাতিল এবং ফের পরীক্ষা নেওয়া সংক্রান্ত সব মামলা খারিজ করে দেয় ৷ আদালতের পর্যবেক্ষণ, বিতর্কিত এই পরীক্ষায় এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যাতে প্রমাণ করা যায় যে এই পরীক্ষার প্রশ্নপত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে ফাঁস হয়েছে ৷ এরই সঙ্গে কোনও বেনিয়ম হয়েছে কি না, তারও ইঙ্গিত পাওয়া যায়নি ৷ প্রধান বিচারপতি বলেন, “নিট-ইউজি 2024 পরীক্ষায় যে কোনও বেনিয়ম বা পদ্ধতি ভাঙার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তাই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা কারচুপি হয়েছে, এমন কোনও তত্ত্বে উপনীত হওয়া যাচ্ছে না ৷” শনিবার বেলা 12টার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি 2024 পরীক্ষার শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক নিট ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷ আদালত এ নির্দেশও দিয়েছিল যে পরীক্ষার্থীদের পরিচয় গোপন রেখে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এনটিএ ৷ তাই ফলাফলে শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি এনটিএ ৷ গত ৫ মে দেশজুড়ে ২৩.৩৩ লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পরীক্ষা দেয় ৷ ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি পরীক্ষাকেন্দ্রে এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয় ৷ এর মধ্য ভারতের বাইরের পরীক্ষাকেন্দ্রগুলিও রয়েছে ৷ সিবিআই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করছে ৷