হাইকোর্টকে এড়িয়ে বারবার সুপ্রিম কোর্টে চলে আসাটা আপনার অভ্যেস। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই শুক্রবার ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শুভেন্দুর দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠালেন বিচারপতি। ফলে শীর্ষ আদালতে ফের মুখ পুড়ল বিজেপি নেতার। মুকুল রায়কে নিয়ে রাজ্য বিধানসভার স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হতেই বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় শীর্ষ আদালতের হস্তক্ষেপ করার কোনও কারণ নেই। মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত মন্তব্য করে, এর আগেও একইভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তাঁকে হাইকোর্টে যেতে বলা হয়েছিল। বেঞ্চের মন্তব্য, সবকিছুর একটা পদ্ধতি আছে। আগেও আপনি এখানে এসেছিলেন এবং পরে মামলা প্রত্যাহার করেছিলেন। হাইকোর্টকে আপনি কীভাবে এড়িয়ে যেতে পারেন? এভাবে যখন-তখন এখানে আসতে পারেন না। আমরা এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করব না।