দেশ

গৃহবধূকে অপহরণ ও খুনের দায়ে গ্রেফতার ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল

বন্দনা শ্রী নামে এক গৃহবধূকে খুনের অভিযোগে শুক্রবার তেজপুরে ভারতীয় সেনার ৪ কর্পসের লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এক আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমরিন্দর সিং ওয়ালিয়া। তিনি ৪ কর্পসের জনসংযোগ আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। বাহিনীর একজন পদস্থ আধিকারিকের নাম জড়িয়ে যাওয়ায় যথেষ্টই অস্বস্তিতে ভারতীয় সেনা। পুলিশ জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি কামরূপের চাংসারি থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়া ৩৫ বছর বয়সী বন্দনা শ্রী নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। বারাণসী ঘুরতে গিয়েছিলেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি বারাণসী থেকে গুয়াহাটি ফিরে আসেন তিনি। তেজপুরে ভারতীয় সেনার ৪ কর্পসের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল অমরিন্দর সিং ওয়ালিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু মাঝপথেই অপহৃত হন বন্দনা। পরে তাঁর মৃতদেহ জাতীয় সড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বন্দনার খুনের তদন্তে অমরিন্দর সিং ওয়ালিয়ার যোগসূত্র পাওয়া যায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় সেনার কাছে অনুরোধ জানানো হয়। সেই অনুরোধে সাড়া পাওয়ার পরেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আধিকারিককে। জেরার পরেই গ্রেফতার করা হয়। বন্দনার মরদেহের অটোপ্সির জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই অটোপ্সির রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।’