উত্তরপ্রদেশের লখিমপুর খেরি কাণ্ডে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে পড়তে হল যোগী আদিত্যনাথ সরকারকে ৷ ওই ঘটনায় যোগী সরকারের তদন্তে যে শীর্ষ আদালত খুশি নয়, সেটাও আজ স্পষ্ট করা হয়েছে ৷ তাই শীর্ষ আদালত জানিয়েছে, যতদিন না এই মামলার চার্জশিট পেশ করা হচ্ছে, ততদিন তদন্তে তদারকি করবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতি ৷ এদিন উত্তরপ্রদেশ সরকারের তরফে এই ঘটনার তদন্ত নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে ৷ সেই রিপোর্ট নিয়েই অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি সূর্য কান্ত ও হিমা কোহলিকে নিয়ে তৈরি বেঞ্চ ৷ তারপরই আদালতের তরফে জানানো হয়, চার্জশিট পেশ করা পর্যন্ত তদন্তে তদারকি করবেন হাইকোর্ট থেকে অবসর নেওয়া কোনও বিচারপতি ৷ শীর্ষ আদালত পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশকুমার জৈন অথবা রঞ্জিত সিংয়ের মধ্যে কাউকে এই দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে ৷ আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি ৷


