ছত্তিশগড়ের ২ হাজার কোটি টাকার আবগারি কেলেঙ্কারির তদন্তে বড়সড় ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ ইডির তদন্তের উপরে স্থগিতাদেশ জারি করেছে। শীর্ষ আদালতের নির্দেশে বিধানসভা ভোটের আগে অনেকটাই স্বস্তিতে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার। কয়েক মাস আগে আচমকাই ছত্তিশগড়ে ২ হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারির অভিযোগ তুলে তদন্তের নামে আসরে নামে ইডি। আর ওই তদন্তের নামে রাজ্যের একাধিক সরকারি আধিকারিক ও কর্মীকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ছত্তিশগড়ের কংগ্রেস সরকার। মামলার শুনানির সময়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল অভিযোগ করেন, মদ কেলেঙ্কারিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়ানোর জন্য চাপ দিচ্ছেন ইডির তদন্তকারীরা। ফলে আতঙ্কে রয়েছেন সরকারি আধিকারিকরা। গত মে মাসেই মামলার শুনানির সময়ে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘আপনারা ভয়ের পরিবেশ তৈরি করবেন না। এটা আপনাদের সংস্থার সুনামের জন্য খুব একটা ভাল উদাহরণ হচ্ছে না।’ এদিন মামলার শুনানির সময়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল ফের অভিযোগ করেন, শীর্ষ আদালত গত মে মাসে সতর্ক করে দেওয়ার পরেও ইডির তদন্তকারীরা সরকারি আধিকারিক ও তাদের পরিবারের সদস্যদের লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন। গ্রেফতারের ভয় দেখাচ্ছেন। এমনকি তাদের সম্পত্তির বিস্তারিত জানাতে চাপ দিচ্ছেন। যাতে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।’ ওই কথা শুনেই ইডির তদন্তে স্থগিতাদেশ দেন বিচারপতিরা।