দেশ

Electoral Bonds : নির্বাচনী বন্ড নিয়ে সব তথ্য জমা দেয়নি এসবিআই, ফের কড়া নির্দেশ সুপ্রিমকোর্টের

গত ১৩ মার্চই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য তথ্য সুপ্রিম কোর্টে দাখিল করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ কিন্তু, তাতেও সন্তুষ্ট হল না সুপ্রিম কোর্ট৷ শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানাল, নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জানায়নি এসবিআই৷ এদিন নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলার নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘ সাংবিধানিক বেঞ্চ তার রায়ে জানিয়েছিল, SBI-কে ইলেক্টোরাল বন্ডস কেনা সংক্রান্ত ও তা তোলা সংক্রান্ত তারিখ, বন্ড কেনা এবং ভাঙানোর তারিখ সমস্ত নির্বাচন কমিশনকে জানাতে হবে৷ যে তথ্য SBI আদালতকে দিয়েছে, তাতে নির্বাচনী বন্ডের ইউনিক আলফা নিউমেরিক নম্বর প্রকাশ করা হয়নি৷ এ বিষয়ে এসবিআই-কে ফের নোটিস পাঠানো হতে পারে৷’’ আদালতের তরফে এদিন আরও নির্দেশ দেওয়া হয় যে, যে সমস্ত নথি SBI আদালতে পেনড্রাইভের মাধ্যমে দিয়েছে, সেগুলি সমস্ত প্রয়োজনে স্ক্যান করে, ডিজিটালি সংরক্ষণ করতে হবে৷ সব নথি ডিজিটাইজড হয়ে যাওয়ার পরে তা তুলে দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনের হাতে৷ তারপরে সেগুলি ১৭ মার্চের আগে নিজেদের ওয়েবসাইটে আপলোড করবে তারা৷গত ১৩ মার্চ শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে স্টেট ব্যাঙ্ক জানায়, ইলেক্টোরাল বন্ড নিয়ে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে তারা৷ হলফনামায় এসবিআই জানায়, ২০১৯ সালের এপ্রিল মাস থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা মোট ২২,২১৭টি ইলেক্টোরাল বন্ড ছেড়েছিল৷ তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ২২,০৩০টি ইলেক্টোরাল বন্ড ভাঙিয়েছে৷ বাকি ১৮৭টি বন্ডের যা আর্থিক মূল্য তা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে জমা পড়েছে৷গত ১৫ ফেব্রুয়ারিই কেন্দ্রের নির্বাচনী বন্ড প্রকল্পকে (ইলেক্টোরাল বন্ডস স্কিম) ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করেছিল সুপ্রিম কোর্টের ৫ সদস্যের ডিভিশনাল বেঞ্চ৷ পাশাপাশি, নির্দেশ দেওয়া হয়েছিল ১৩ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে এই বন্ড সংক্রান্ত তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে৷ সেখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে উল্লেখ থাকবে কে কত টাকার নির্বাচনী বন্ড কিনেছে এবং কোন রাজনৈতিক দল সেখান থেকে কত টাকা পেয়েছে৷কিন্তু, এরপরেই বন্ডের ক্রেতা ও অর্থ সংক্রান্ত তথ্য বের করার জটিলতার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে তথ্য প্রকাশের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল এসবিআই৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ৷