বোলপুরে জমি সংক্রান্ত মামলায় স্বস্তি মিলল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। সোমবার তাঁকে পাঠানো বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ দিল সিউড়ি আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর। ওই দিন বিশ্বভারতী কর্তৃপক্ষকে জমি সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।উল্লেখ্য, চলতি বছরে গত ১৯ এপ্রিল নোটিশ দিয়ে বিশ্বভারতী জানায়, অমর্ত্য সেন ১৩ ডেসিমল জমি দখল করে রেখেছেন। যা আদতে বিশ্বভারতীর। এই জমি ১৫ দিনের মধ্যে অর্থাৎ ৬ মে-র মধ্যে খালি করে দিতে হবে। বিশ্বভারতীর এই নোটিশ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন বিদ্বজ্জনেরাও। এমনকী তাঁকে হেনস্থা করার প্রতিবাদে রাষ্ট্রপতিকে চিঠি জমা দেন দেশ-বিদেশের বহু বিশিষ্ট মানুষ। বৈআইনিভাবে বিশ্বভারতীর জমি অমর্ত্য সেন দখল করে রেখেছেন, এমন অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এরপরই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানান শিক্ষাবিদরা। চিঠিতে ৩০২ জন স্বাক্ষরকারীর মধ্যে ছিলেন মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ আকেরলফ, রাজ্যসভার সাংসদ জহর সরকার, ঠাকুর পরিবারের সুপ্রিয় ঠাকুর-সহ দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্বজ্জনেরা।