কয়েকদিন আগেই সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে ডেকে পাঠিয়েছিল ইডি। আজ সকালেই ইডি দফতরে হাজিরা দেন সুরজিত্ কর পুরকায়স্থ। সারদার একটি এজেন্ট মিটিংয়ে তাঁকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সূত্রে খবর ওই বিষয়ে জানতে তাঁকে সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে অপসারণ করেছে সুরজিত্ পুরকায়স্থকে। এটি সূত্রে খবর ছিল আজই সুরজিত্ কর পুরকায়স্থকে বিধাননগরের সিজিও কম্প্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। আর ঠিক সেই মতই সকালে ইডির দফতরে চলে আসেন সুরজিত্ কর পুরকায়স্থ। গতকালই প্রথম দফার ভোটের মুখে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে ‘নিষ্ক্রিয়’ করল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের একদম মুখে সারদা-কাণ্ড সহ নানান চিটফান্ড কাণ্ডের তদন্তে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সংস্থা গুলি।