দেশ

‘নরেন্দ্র মোদি নয়, সারেন্ডার মোদি’, ভারত-চিন সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। শহিদ হয়েছেন ২০জন ভারতীয় জওয়ান। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন আমাদের দেশের সীমানায় কেউ প্রবেশ করেনি। এক ইঞ্চি জমিও কেউ নেয়নি। দেশ জুড়ে প্রশ্ন উঠেছে– তাহলে কি কোনো সংঘর্ষ হয়নি? তাহলে কেন আমাদের সাহসী সৈন্যদের প্রাণ দিতে হল? প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই এক ট্যুইট লাদাখ সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে তোপ দাগেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লাদাখ সীমান্তে চিনা সেনার বাড়বাড়ান্ত নিয়ে তিনি জাপানের একটি বিখ্যাত পত্রিকার খবর টুইট করে ক্যাপশনে লিখেছেন ‘সত্যি নরেন্দ্র মোদি, সারেন্ডার মোদি ‘। ‘সারেন্ডার’ বানান ভুল থাকায় পাল্টা কটাক্ষের পথে হাঁটে বিজেপিও।