দেশ

বিপ্লব দেবের রাজ্যে বারবার আক্রান্ত তৃণমূল , সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুস্মিতা দেব

বিপ্লব দেবের রাজ্যে বারবার আক্রমণের নিশানায় তৃণমূল। দিনকয়েক আগেই আক্রান্ত হয়েছিলেন রাজ্যসভার TMC সাংসদ সুস্মিতা দেবও। ত্রিপুরায় হামলা চালানো হয়েছিল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের গাড়িতে। তাঁর ব্যাগও ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই ত্রিপুরায় তাঁর গাড়ির ওপর হামলায় যাঁরা অভিযুক্ত, তাঁদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন সুস্মিতা দেব। ত্রিপুরার ডিজিপি-কে এই দাবি জানিয়ে চিঠিও লিখেছেন তিনি। কিন্তু তাতেই আটকে থাকতে চাইছেন সুস্মিতা। এবার তিনি দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের। ত্রিপুরায় তৃণমূল নেতা-কর্মীদের নিরাপত্তার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।