দেশ

লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে রীতেশ তিওয়ারির বৈঠক, জল্পনা তুঙ্গে

সাময়িকভাবে দল থেকে বরখাস্ত হয়েছিলেন আগেই ৷ এবার দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দিল্লির বাড়িতে দেখা করলেন বিজেপি নেতা রীতেশ তিওয়ারি। রীতেশ তিওয়ারির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বললেন, “আমি একজন জন প্রতিনিধি । আর একজন সাংসদের সঙ্গে যে কেউ দেখা করতে পারে । তাঁর কথায়, “রীতেশ তিওয়ারির সঙ্গে আমার একটা ভাল সম্পর্ক আছে । সেই হিসাবে দেখা করা । তবে এটা সম্পূর্ণ ব্যক্তিগত । এর সঙ্গে দলের কোনও যোগ নেই ।”সোমবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দিল্লির আবাসনে ও রীতেশ তিওয়ারির বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই তৈরি হয় জল্পনা ৷ সাময়িক সময়ের জন্য বিজেপি থেকে বরখাস্ত করা হয় রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে । কিন্তু বরখাস্ত হওয়ার পর বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দলের বিরুদ্ধে মুখ খুললেও রীতেশ স্পিকটি নট ৷ বরং দলের সঙ্গে ক্রমশ যোগাযোগ রেখে চলেছেন তিনি । দিল্লিতে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখাও করেন তিনি ।