মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে পঞ্চায়েত ভোট অশান্তিতে মৃত্যু এবং আহতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে’। দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে নিশানা করে লাগাতার আক্রমণ শানাতে দেখা গেছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বঙ্গ পদ্ম শিবিরের একাধিক নেতাকে। আর ভোট মিটতেই সেই আক্রমণের ঝাঁঝ কয়েকগুন বাড়াল গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিন হিংসা অশান্তির ঘটনার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এবং কমিশন’। নির্বাচন কমিশনার রাজীব সিনহা, শাসক দল তৃণমূল আর পুলিশকে নিশানা করে শুভেন্দু অধিকারীর এও অভিযোগ, ‘ভোট লুট করার জন্যই একের পর এক মানুষকে খুন করা হয়েছে। তাই আমরা দাবি জানাচ্ছি।’ তাঁর কথায়, পঞ্চায়েত ভোটে যে সমস্ত ভোটারের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। ভোট অশান্তিতে যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ৫০ লক্ষ টাকা, আর যাঁরা আহত হয়েছেন তাঁদের পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা।


