জেলা

‘সন্দেশখালিতে বামপন্থীরাও বিজেপির ওপরেই ভরসা করছেন’, দাবি শুভেন্দু অধিকারীর

সন্দেশখালিতে বার বার ছুটে যাচ্ছেন বিরোধী দলের নেতারা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্য়ায়রা যখন সন্দেশখালিতে বাধার মুখে পড়ছেন, তার মধ্যেই মুখ ঢেকে শনিবার ঢুকে যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। যে সন্দেশখালিতে ভোট দিতে দেওয়া হয় না বলে অভিযোগ গ্রামবাসীদের, সেখানে এদিন দেখা গেল সিপিএমের পতাকা। আসন্ন ভোটে সন্দেশখালি বড় ফ্যাক্টর হতে পারে বলে যখন চর্চা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, তখন শুভেন্দুর দাবি, মানুষের আস্থা বিজেপির ওপরেই। একাধিকবার সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন শুভেন্দু। অন্যদিকে, কয়েকদিন আগে এলাকায় প্রবেশের অনুমতি পান বামনেত্রী বৃন্দা কারাত। তবে শুভেন্দুর দাবি, তিনি নিজে দেখে এসেছেন, মানুষ বিজেপির ওপরেই ভরসা করেন। এমনকী বামপন্থী ভোটাররাও নাকি বিজেপির ওপরেই ভরসা করছেন! সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মানুষ বিজেপিকেই ভরসা করছে। আমি বামপন্থী ভোটারদের সঙ্গেও কথা বলে এসেছি। ওরা বলেছেন, আমরা বিজেপিকেই ভরসা করি।