রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই অভিযোগ নিয়ে তিনি শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ মামলা দায়েরের পর হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন যে পুলিশ তাঁর স্বাভাবিক কাজ কর্মে বাধা দিচ্ছে ৷শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের নাম বদল হয়ে মমতা পুলিশ হয়েছে ৷ আমার স্বাভাবিক কাজে এই সরকার আড়াই বছরেরও বেশি সময় ধরে বাধা দিয়েছে ৷ আমি এর আগেও দ্বারস্থ (আদালতের) হয়েছিলাম ৷ আমার কর্মসূচি করতে দেওয়া হয় না ৷ বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয় ৷’’একই সঙ্গে তাঁকে কলকাতার বিভিন্ন মোড়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ করেন শুভেন্দু ৷ বিরোধী দলনেতা বলেন, ‘‘কিছুদিন আগে কলকাতা পুলিশ ডিজিপি-কে পাশ করানোর জন্য আমাকে প্রায় ১৫-২০ মিনিট আটকে রেখেছিল ৷ বহু জায়গায় আটকায় ৷ হেনস্তা করে ৷ তার ফলে আমার বিধানসভার কাজ কর্মে আমি ব্যাঘাত পাই ৷ আমাকে প্রায় সত্তরের বেশি জায়গায় কর্মসূচি করতে বাধা দেওয়া হয়েছে ৷’’নন্দীগ্রামের বিধায়কের দাবি, তিনি এই নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ আদালত দু’টি নির্দেশও দিয়েছিল ৷ কিন্তু সেই নির্দেশ পুলিশ মানছে না ৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আগের দু’টি নির্দেশ অমান্য করা হয়েছে ৷ সেই কারণে নতুন করে মামলা দায়ের করলাম ৷’’ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘কেন বিরোধী দলনেতা মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না ? ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না ?’’ তিনি আরও বলেন, ‘‘কলকাতার মোড়ে মোড়ে আটকে রাখা হবে লাল আলো জ্বালিয়ে ৷ এখনও পর্যন্ত ২৯ হাজার টাকা ফাইন দিয়েছি ৷’’এখন দেখার এই মামলার কবে শুনানি হয় আর সেই শুনানিতে আদালত কী পর্যবেক্ষণ জানায় !