জেলা

ভোটের প্রচারে গিয়ে ‘চোর’ স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু, নিরাপত্তারক্ষীদের দিয়ে গ্রামবাসীদের মারধর, জখম ২

লোকসভা ভোটের প্রচারে গিয়ে ‘চোর’ স্লোগান শুনেই মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, তাঁর নিরাপত্তারক্ষীরা সাধারণ গ্রামবাসীদের ব্যাপক মারধর করেন। তাঁরা অল্পবিস্তর জখম হয়েছেন। শুক্রবার এনিয়ে তীব্র উত্তেজনা ছড়াল সিউড়ি ২ নং  ব্লকের পুরন্দরপুর এলাকায়।  জানা গিয়েছে, সাঁইথিয়া-বোলপুর সংযোগকারী রাস্তায় চন্দন দত্ত নামে এক দোকানির চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন।  অভিযোগ, শুভেন্দুর কনভয় দেখে তাঁরা ‘চোর’, ‘চোর’ বলে স্লোগান দিতে থাকেন।  তা শুনেই মেজাজ হারান বিরোধী দলনেতা। তাঁর নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে দুই গ্রামবাসীকে মারধর করেন। তাঁদের মধ্যে দোকানদার চন্দন দত্ত ও শেখ মহিউদ্দিন নামে দুজন জখম হন। তাঁদের হাতে চোট লাগে। ঘটনার খবর পেয়ে সিউড়ির তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, বিরোধী দলনেতা এভাবেই বারবার মেজাজ হারাচ্ছেন। এবং সেই কারণে তাঁর রক্ষীদের হাতে মার খেতে হল নিরীহ গ্রামবাসীদের। এখনও বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে শুভেন্দুর আচরণে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।