দেশ

মমতার সফরের আগে দিল্লিতে শুভেন্দু, সংসদ ভবনে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ

ফের দিল্লিতে শুভেন্দু অধিকারী। মমতার সফরের এখনও তিন দিন বাকি। তার আগেই কার্যত বাংলার রাজনীতির অঙ্গন হয়ে উঠেছে রাজধানী। শুক্রবারই দিল্লিতে পা রাখেন শুভেন্দু। আর সেখানে পৌঁছে শাহের সঙ্গে দেখা করতে যান তিনি। সংসদে ভবনে গিয়ে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বিজেপি  সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও রাজ্যের বিরোধী দলনেতা বৈঠক করতে পারেন বলে খবর। সূত্রের খবর, এদিন সকালে কাঁথির বাড়িতে ছিলেন শুভেন্দু। আচমকাই তাঁকে দিল্লিতে জরুরি তলব করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহের সঙ্গে বৈঠকের কথাও জানিয়ে দেওয়া হয়। এরপর তড়িঘড়ি দিল্লি রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা। সংসদ ভবনে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়।  সংবাদমাধ্যমে শুভেন্দু বলেন, ‘‘বাংলায় এখনও ভোট পরবর্তী হিংসা চলছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। স্বরাষ্ট্রমন্ত্রীকে তা জানিয়েছি। বিষয়টি উনি দেখছেন। এ ছাড়াও বাংলার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সে সব সংবাদমাধ্যমে বলতে পারব না।’’ যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, আসলে শুভেন্দুকে ধমক দিতেই দিল্লি ডেকেছিলেনশাহ। টুইটারে তিনি লেখেন, ‘অমিত শাহের কাছে বিরোধী দলনেতা মুখে যাই বলুক, আদি বিজেপির এক নেতা বললেন, ধমকাতে ডেকেছিল দিল্লি। যে ভাবে অন্যের কল রেকর্ডিং রেখেছে বলে পেগাসাস প্রতিষ্ঠা করেছে, তাতে ক্ষুব্ধ দিল্লি সতর্ক করে দিয়েছে। মেপে কথা বলতে বলেছে।’