কলকাতা

রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট খারিজ করে ছাপ্পা ভোটের অভিযোগ শুভেন্দুর

আজ রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছেন, সিসিটিভি নিয়ে কোনও সমস্যা হয়নি। শান্তিতে ভোট হয়েছে। কিন্তু, কমিশনের কথার পুরো উল্টো সুর শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পুরভোট নিয়ে একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির একটি প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এসেই শুভেন্দু হুমকির সুরে বলেন, ‘ছাপ্পা ভোট, বুথ জ্যাম, সিসিটিভি কাগজ গিয়ে মুড়িয়ে দেওয়ার ১৫০ থেকে ২০০টি ফুটেজ আমার কাছে রয়েছে। আগামী ২৩ তারিখ পুরো নথি সহ এই সব তুলে দেব।’ একই সঙ্গে তিনি ফের  সব পুরসভা ভোটের দাবিও তুলেছেন তিনি। আজ, রবিবার সল্টলেকে নিজের বাড়িয়ে প্রায় ১ ঘণ্টা আটকে ছিলেন শুভেন্দু। সেই ক্ষোভও উগড়ে তিনি। অভিযোগ করে বলেন, ‘এই রাজ্যে ন্যূনতম গণতন্ত্র নেই। ভোট লুট হয়েছে। কলকাতার ২০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। বাকিটা ছাপ্পা-রিগিং। নির্বাচন কমিশন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।’