আগামী ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত নাও থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল ৷ কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ থাকায় গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে থাকা সাধু-সন্তদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ থাকার জন্য 24 ডিসেম্বরের গীতাপাঠের অনুষ্ঠানে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী ৷ এরপর শুভেন্দু এও জানান, এই খবর তিনি সাধু-সন্তদের কাছ থেকেই জানতে পেরেছেন ৷ সরাসরি কোনও কিছুই তাঁর জানা ছিল না ৷এমনিতেই 24 ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে আগে থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছিল ৷ এছাড়াও আগামী বছরের শুরুতেই রাম মন্দির উদ্বোধন রয়েছে। যদিও আয়োজকদের দাবি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ৷ প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার খবর প্রকাশ্যে আসার পর অনুষ্ঠান ঘিরে জল্পনা আরও বড় আকার নেয়।