কলকাতা

লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে থাকছেন না প্রধানমন্ত্রী, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

আগামী ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত নাও থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল ৷ কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ থাকায় গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে থাকা সাধু-সন্তদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ থাকার জন্য 24 ডিসেম্বরের গীতাপাঠের অনুষ্ঠানে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী ৷ এরপর শুভেন্দু এও জানান, এই খবর তিনি সাধু-সন্তদের কাছ থেকেই জানতে পেরেছেন ৷ সরাসরি কোনও কিছুই তাঁর জানা ছিল না ৷এমনিতেই 24 ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে আগে থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছিল ৷ এছাড়াও আগামী বছরের শুরুতেই রাম মন্দির উদ্বোধন রয়েছে। যদিও আয়োজকদের দাবি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ৷ প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার খবর প্রকাশ্যে আসার পর অনুষ্ঠান ঘিরে জল্পনা আরও বড় আকার নেয়।