জেলা

‘আমি ছিলাম বলেই হেরো বিধায়ক মন্ত্রী হয়েছিল, ওঁর লজ্জা থাকা উচিত’, চন্দ্রিমাকে কটাক্ষ শুভেন্দুর

নন্দীগ্রামে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন । আর শুভেন্দুর এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে । যদিও নন্দীগ্রামের বিধায়কের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল নেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । নাম না করে চন্দ্রিমাকে তীব্র ভাষায় কটাক্ষ করে শুভেন্দু বলেন, “২০১৬ সালে দমদমে ভোটে দাঁড়িয়ে ছিলেন তিনি । ওখানকার লোক ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়ে তন্ময় ভট্টাচার্যকে জিতিয়ে ছিলেন । তাই আমার কাছে এসেছিলেন । একটা পতাকা নিয়েও আসেননি । আমি বাড়ির ভাড়া দিয়ে রেখেছিলাম । ডাল, ভাত খাইয়ে ছিলাম । জলটাও আমার টাকায় কেনা। আমি খাইয়ে পাঠিয়েছিলাম বলে হেরো এমএলএ পরে গিয়ে মন্ত্রী হয়েছিলেন। ওঁর লজ্জা থাকা উচিত ।”