জেলা

হিন্দু ভোট পাবেন না ভেবে আতঙ্কে ভুগছেন মমতা, আর তাই মন্দির করে কাছে টানার চেষ্টা, কটাক্ষ শুভেন্দুর

মন্দির ও তার নির্মাণ ঘিরে তরজা এ দেশে নতুন কিছু নয়। কিন্তু এবার মন্দির-বিতর্কে অন্য একটি দিক উন্মোচন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে উদ্বোধনের দিন ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। আর তার থেকে কয়েকশো কিলোমিটার দূরে রাজ্য বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বললেন, মন্দির নয় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। দেখালেন সরকারি নথিও। পাশাপাশি বিরোধী দলনেতার আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে হিন্দু ভোট পাবেন না। তিনি একজন ভেজাল হিন্দু । তাঁর বিরুদ্ধে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। আর সেই আতঙ্কেই মন্দির তৈরি করা হয়েছে। সংবিধান সরকারকে মন্দির তৈরির অনুমতি দেয়নি দাবি করে তিনি বলেন, “সংবিধান কোনও সরকারকে মন্দির তৈরির অনুমতি দেয় না। সরকারি খরচে কোনও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা যায় না। অতএব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন সেটি মিথ্যাচার ।” শুধু আইন বা সংবিধানের প্রশ্নে নয়, মমতা যা করেছেন তার ধর্মীয় মান্যতা নেই বলেও দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, “চারধামের একটি পুরী। তাকে নকল করবেন না। এই অধিকার কোনও হিন্দু আপনাকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) দেয়নি। কেদারনাথ,বদ্রীনাথের নকল হয় না। শংকরাচার্যদের বিকল্প হয় না । গীতাকে বদলে দেওয়া যায় না। আপনি অভিনন্দকে শুভনন্দন করতে পারেন। কিন্তু পুরীধামকে বদল আপনি করতে পারেন না। আপনার এই সাহস হয় কোথা থেকে!”