কলকাতা

রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানাতে বিধায়কদের নিয়ে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

শাসকদলের সঙ্গে লড়াইয়ে হাঁপিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা। একদিকে নানা মামলায় জর্জরিত, তার উপর দলে রয়েছেন বেসুরো নেতারা। এরই সঙ্গে বিধায়কদের নিয়ে চলতে গিয়ে বিধানসভায় বারবার হোঁচট খাচ্ছেন শুভেন্দু। তাই এবার রাজ্যপালের পর, দিল্লির শীর্ষ নেতাদের কাছে হাজিরা দিতে যাচ্ছেন শুভেন্দু। বারবার বিজেপির মিটিং কিংবা আলোচনা এড়াচ্ছেন কিছু বিধায়ক। আদপে তাঁদের অবস্থান জানা যাবে এই দিল্লি সফরের পরেই। তবে জানা গিয়েছে, বিধানসভায় পিএসি চেয়ারম্যান নিয়ে কেন্দ্রের নেতাদের কাছে নালিশ জানানোর পাশাপাশি একগুচ্ছ পরিকল্পনা রয়েছে শুভেন্দুর। গত শনিবার সমস্ত বিধায়কদের নিয়ে ভার্চুয়ালি সাক্ষাত্‍ সারেন বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। সেখানেই শুভেন্দু নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। তাঁর পরিকল্পনা, রাজ্যে যে যত প্রকল্প চলছে তাঁর মধ্যে যেগুলি কেন্দ্রের টাকায় সেগুলির তালিকা করে নির্দিষ্ট দফতরের মন্ত্রীদের হাতে তুলে দেবেন তিনি। মন্ত্রীদের এও জানাবেন, কেন্দ্রের পাঠানো টাকা কীভাবে রাজ্যে কোন খাতে খরচ হচ্ছে। রাজ্যের কাছে প্রত্যেক পয়সার পাই-টু-পাই হিসেব চাইতেও অডিট রিপোর্টের জন্য জোর দেবেন শুভেন্দু। রাজ্যে ক্ষমতায় নেই বিজেপি, এমনিতেই হাফমন্ত্রীদের নিয়ে কিছুই করতে পারবেন না বিরোধী দলনেতা। তাই কথায় কথায় নয়তো রাজ্যপাল আর নয় দিল্লির নেতাদের দরবারেই হাজির হন মেদিনীপুরের ভূমিপুত্র। জানা গিয়েছে দিল্লি দু’দফায় যাবেন শুভেন্দু। প্রথম দফায় বাছা হয়েছে ১০ জন বিধায়ককে। তারা হলেন, অশোক লাহিড়ী, মিহির গোস্বামী, অম্বিকা রায়, মুকুটমণি অধিকারী, নির্মল ধারা,শঙ্কর ঘোষ, নিরজ তামাং জিম্বা-সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক। দলে থাকতে পারেন বিধানসভায় বিজেপি-র মুখ্যসচেতক মনোজ টিগ্গা এবং বিধায়ক তথা রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এর মধ্যে আবার বেসুরো হয়েছেন জিম্বা। তাই তাঁর দিল্লি যাত্রা কতটা নিশ্চিত তা সময় বলবে। জানা গিয়েছে, আগামী শুক্রবার বিধানসভাতেই দিল্লির প্রতিনিধি দল নিয়ে বৈঠকে বসবেন শুভেন্দু। সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।