কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম
Posted onAuthorবঙ্গনিউজComments Off on কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম
টিএস শিবজ্ঞানম বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ৷ এতদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন ৷ গত ১ মে তাঁকে প্রধান বিচারপতি করার খবর আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছিল ৷